রাজধানীর নিউমার্কেট থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

Dhaka Map ঢাকা মানচিত্রসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে রাজু (২২) নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইসমাইল ম্যানশন সুপার মার্কেট থেকে শুক্রবার সকাল ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করে নিউমার্কেট থানা পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছির আরাফাত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে উপস্থিত গার্মেন্টসকর্মী শামীম জানান, বাবুল নামের এক ব্যক্তির সঙ্গে রাজু দর্জির কাজ করতেন। বৃহস্পতিবার কামরাঙ্গির চরের বাসায় না গিয়ে রাজু মার্কেটেই রাত কাটান। তিনি জানান, সকালে পরিচ্ছন্নকর্মী এসে মার্কেটের পঞ্চম তলার সিঁড়ির পাশে এক টুকরো কাপড় দিয়ে ঢাকা অবস্থায় মৃতদেহটি দেখতে পান। পরে তিনি মার্কেট কর্তৃপক্ষ এবং পুলিশে খবর দেন। শামীম জানান, নিহত রাজুর বাড়ি নাটোরের সিংড়া উপজেলার মহিষমাড়ি গ্রামে। তার বাবার নাম মোসলেম উদ্দিন। ঘটনাস্থল থেকে নিউমার্কেট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবাদুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তার গলায় কাচির আট-দশটি আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে তাজা রক্ত দেখে ধারনা করা হচ্ছে তাকে ভোরে কিংবা সকালে হত্যা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ