সিলিন্ডার বিস্ফোরণে জবি শিক্ষার্থী নিহত !

GAS CYLENDER BLASTরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর কামরাঙ্গীর চরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন (২৫) নিহত হয়েছে। সে ওই বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছিলো। রোববার বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রত্যক্ষদর্শী বাবু জানায়, বিকেল চারটার দিকে কামরাঙ্গীর চর রনি মার্কেটের সামনে দিয়ে একটি বেলুনের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় রাস্তা দিয়ে হেটে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক এমবিএ’র শিক্ষার্থী আল আমিন গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে আল আমিনের মামা নাজির হোসেন এসে পরিচয় নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় হতে সে কামরাঙ্গীর চরে ভাড়া বাসায় যাচ্ছিলো। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের চিকিৎসক আফজাল বারি জানান, সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পর লোহার রড তার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। আল আমিনের গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচরে। বর্তমানে সে কামরাঙ্গীর চরের রসুলপুর কাশেম মিয়ার বাসায় ভাড়া থাকত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ