রোগীদের নয়, ডাক্তারদের সুরক্ষায় আইন হচ্ছে!

Nasim নাসিমসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রোগীদের জন্য নয়, ডাক্তারদের সুরক্ষায় আইন হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রনালয় ‘রোগী ও ডাক্তারদের সুরক্ষায়’ আইন করার কথা বললেও মূলত এ আইন ডাক্তারদের সুরক্ষার জন্যই হচ্ছে। নতুন এ আইন চুড়ান্ত অনুমোদন লাভ করলে ভুল চিকিৎসা বা দায়িত্বে অবহেলার জন্য আর ডাক্তারদের বিরুদ্ধে কোন মামলা করা যাবে না। অভিযোগ দিতে হবে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি)।
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সরকার দলীয় চিকিৎসকদের সংগঠন ‘স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ)’ বৈঠকে এই নতুন আাইনের খসড় চুড়ান্ত করা হয়েছে। শিগগিরই এই আইন মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রনালয়ের নিজ কক্ষে এবিসি নিউজ বিডিকে স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘সারা দেশের হাসপাতালগুলোতে নৈরাজ্য বন্ধের লক্ষে রোগী ও ডাক্তারদের সুরক্ষায় প্রয়োজনীয় আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইন হলে রোগী-ডাক্তার বা ইন্টার্নদের মধ্যে কোন ঝামেলার সৃষ্টি হবে না।’
মোহাম্মদ নাসিম বলেন, ডাক্তারদের কোন অবহেলা থাকতেই পারে, অথবা কোন কারণে ভুল চিকিৎসা হয়ে গেলে তা বাংলাদেশ মেডিক্যেল ও ডেন্টাল কাউন্সিলে গিয়ে অভিযোগ করতে হবে। অভিযোগ প্রমানীত হলে শাস্তি হবে। তিনি বলেন এ জন্য বিএমডিসিকে আরো শক্তিশালি করে আইন করা হচ্ছে।
‘নতুন এই আইন হলে চিকিৎসা সেবা বঞ্চিত সাধারণ মানুষ কি বিএমডিসিতে গিয়ে কি সঠিক বিচার পাবে’ এবিসি নিউজ বিডি’র এই প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, কেন সঠিক বিচার বঞ্চিত হবেন সাধারণ মানুষ। বিএমডিসিতে রোগীরা তাদের বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে এ প্রতিষ্ঠান। দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে সংশ্লিষ্ট ডাক্তারের বিরুদ্ধে। এ বিষয়ে কোনো সুপারিশ চলবে না।
‘থানা বা আদালতে মামলা করা যাবে না, এমন আইন হলে ডাক্তররা আরো অসংযত বা বেপরোয়া হয়ে পরবে কিনা’ এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রকৃত ডাক্তররা কেন অসংযত বা বেপরোয়া হবেন। তারাতো সেবক, মানুষের চিকিৎসা সেবা তাদের ধর্ম। তারা তা পালন করে যাবেন।’
‘বর্তমান পেক্ষাপট কি তাই বলে’ এমন প্রশ্নের জবাব না দিয়ে আর একদিন বলবেন বলে সিট থকে উঠে যান তিনি।
এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এবিসি নিউজ বিডিকে বলেন, ‘যে সময়ে সারা দেশে ডাক্তারদের দলবাজী, চিকিৎসা অবহেলা, ভুল চিকিৎসা দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে, ঠিক তেমনি সময়ে রোগী-ডাক্তারদের সুরক্ষার নামে স্বাস্থ্য মন্ত্রনালয় যে আইন করতে যাচ্ছে, তা শুধুমাত্র ডাক্তরদের রক্ষার জন্যই। এ আইন রোগীদের সুরক্ষার জন্য নয়, ডাক্তারদের সুরক্ষার জন্য হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ