সাজা কমতে পারে নাফিসের : রায় ৩০ মে

nafisabcএবিসি নিউজ ডেস্ক, ঢাকা : যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলাচেষ্টার অভিযোগে বিচারাধীন বাংলাদেশি শিক্ষার্থী কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের বিরুদ্ধে রায় ৩০ মে ঘোষণার কথা রয়েছে। তবে দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ায় তার শাস্তি কিছুটা কম হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশন নাফিসের বিচারকাজ পর্যবেক্ষণ করছে। ৩০ মে রায় ঘোষণার দিনও মিশনের কর্মকর্তারা আদালতে উপস্থিত থাকবেন।

সূত্র আরও জানায়, \’কনস্যুলার অ্যাকসেস\’ দেওয়ার ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ দেখানো হলেও নাফিসের দিক থেকে সাড়া মেলেনি। তিনি নিজ আইনজীবীর পরামর্শ অনুযায়ী ৭ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের একটি আদালতে জবানবন্দি দেন। এ জবানবন্দি দেওয়ার ক্ষেত্রে কোনো চাপ, ভয়ভীতি বা সাজা কম হওয়ার প্রলোভন দেখানো হয়নি বলে নাফিস আদালতকে একাধিকবার জানিয়েছেন।

সূত্র জানায়, এ ধরনের অপরাধের ক্ষেত্রে সাধারণত যাবজ্জীবন কারাদণ্ড হয়ে থাকে। তবে অপরাধ স্বীকার করলে সাজা কিছুটা কমে আসে।

নিউ ইয়র্কে গত ১৭ অক্টোবর কথিত স্টিং অপারেশনের ফাঁদে ফেলে নাফিসকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবনে বোমা হামলা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ