আসল জেলের তালা ভাঙার প্রস্তুতি নিতে হবে: আব্বাস

Mirja Abbas মির্জা আব্বাসসিনিয়র রিপোর্টার, এবিসি নুজ বিডি, ঢাকাঃ ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ঘরোয়া অনুষ্ঠানে জেলের তালা ভাঙার স্লোগান দিয়ে লাভ নেই। আমাদের আসল জেলের তালা ভাঙার প্রস্তুতি নিতে হবে।

রোববার জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় এ কথা বলেন মির্জা আব্বাস। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদ এবং কারাগারে আটক ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাদের মুক্তির দাবিতে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রদল এই প্রতিবাদ সভার আয়োজন করে।

প্রতিবাদ সভা চলাকালে ছাত্রদলের কর্মীরা বিভিন্ন নেতার নাম উল্লেখ করে ‘জেলের তালা ভেঙে’তাদের বের করে আনার স্লোগান দিতে থাকেন।

বক্তব্য দিতে গিয়ে মির্জা আব্বাস ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, জেলের তালা ভাঙব, অমুক ভাইকে আনব, খামোখা এই স্লোগান দেবেন না, প্লিজ।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ওই সময় তাকে এবং ছাত্রনেতা মোস্তফা মহসিন মন্টুকে আন্দোলনের মুখে জেল কর্তৃপক্ষ ছাড়তে বাধ্য হয়েছিল। সেটিই হচ্ছে সত্যিকার জেলের তালা ভেঙে নেতাদের মুক্ত করা।

স্লোগান না দিয়ে জেলের তালা ভাঙার প্রস্তুতি নেওয়ার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বর্তমান সরকার তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিএনপির একদিনের লংমার্চে পানি এসে ভরে গিয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে সব নদী পানিতে ভরা থাকবে। এ বিষয়ে কোনো আপস হবে না।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান, শহীদ উদ্দীন চৌধুরী এবং বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ