৪৩ কোটি টাকার সোনা উদ্ধার

gold bar স্বর্ণের বারসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বিমানের টয়লেট থেকে ১০৬ কেজি ওজনের ৯৩৫টি সোনার বার উদ্ধার হয়েছে।  উদ্ধার করা সোনার দাম ৪৩ কোটি টাকা।

এ ঘটনায় মো. আনিস নামে বিমানের এক কর্মচারীকে আটক করা হয়েছে।

এপিবিএন’র (এয়ারপোর্ট আর্মড পুলিশ) সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন এবিসি নিউজ বিডিকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা বিভাগ এবং এপিবিএন বিমানটিতে তল্লাশি চালায়।

তিনি জানান, আটক আনিসের মোবাইলে বিদেশ থেকে একটি মেসেজ আসে। এই মেসেজ সম্পর্কে জানতে পেরে দুপুর ২টার দিকে বাংলাদেশ বিমানের ০৫২ নম্বর ফ্লাইটে তল্লাশি চালানো হয়। দুবাই থেকে ফ্লাইটটি সকাল ৯টায় শাহজালালে অবতরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ