বাধ্য হয়ে ফুটপাতে সন্তান জন্ম দিচ্ছে নারীরা

Baby Birthআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মেক্সিকোর রাস্তা, বাড়ির উঠান, লন কিংবা গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে প্রসূতি মায়েদের সন্তান জন্মদানে বাধ্য করা হচ্ছে। মেক্সিকোর কয়েকটি শহর, শহরতলি ও বহু গ্রামে বিভিন্ন নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর নারীদের সন্তান জন্মদানের সময় হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে। নারী অধিকার আন্দোলনের কর্মীরা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ভয়াবহ সঙ্কট সমাধানে অচিরেই আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

ইন্টার-অ্যামেরিকান কমিশন অন হিউম্যান রাইটসের কাছে গত বৃহস্পতিবার এ ধরনের কয়েকটি ঘটনা তুলে ধরে মানবাধিকার সংগঠনগুলো। মেক্সিকোর স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এ ঘটনাগুলো বিচ্ছিন্ন এবং অনিবার্য। কারণ হিসেবে তারা হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি ও গ্রামের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা চিকিৎসা সরঞ্জামের অভাব থাকার বিষয়গুলো উল্লেখ করেন। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন গ্রামে কর্মরত সমাজকর্মীরা বলছেন, হাসপাতালের বাইরে প্রসূতি নারীদের সন্তান জন্ম দেয়ার ১৮টি ঘটনার তথ্য-প্রমাণ রয়েছে তাদের কাছে।

ওই হাসপাতালের কর্মচারীদের দাবি, হাসপাতালে স্থান সঙ্কুলান না হওয়ায় এ পথ বেছে নিতে হয়েছে তাদের। সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে এ ধরনের কিছু ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে মেক্সিকো তো বটেই, বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ