অমর হবে মানুষ!

im

‘মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই,’ রবীন্দ্র নাথ ঠাকুরের এই কবিতার লাইন বুঝি প্রায় সব মানুষেরই মনের কথা। যতোই দুঃখ কষ্ট থাকুক না কেন, শেষ পর্যন্ত কে চায় এই দুনিয়া ছেড়ে যেতে। তাই পৌরাণিক যুগ থেকেই মানুষ অমরত্ব পাওয়ার উপায় আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে। তবে এতোদিন পর অমরত্ব দেয়ার জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন রাশিয়ার ধনকুবের দিমিত্রি ইটসকভ।

তিনি জানিয়েছেন, অমরত্ব পেতে মানুষকে অপেক্ষা করতে হবে মাত্র তিন দশক।

অমরত্বের জন্য শীর্ষ পর্যায়ের বিজ্ঞানীদের নিয়ে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

এমনকি কোন উপায়ে অমরত্ব আসবে সেটাও ফাঁস করা হয়েছে। কার্বোনেটেড ডট টিভির সংবাদ অনুযায়ী, এটি হবে টার্মিনেটর স্টাইলের। যা আংশিক মানব ও আংশিক যন্ত্র হিসেবে কাজ করবে। মানুষের চেতনা ও স্মৃতি যন্ত্রের মধ্যে স্থাপন করা হবে। ফলে সেই মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ও স্মৃতি অক্ষুণ্ন থাকবে।

তবে এর মাধ্যমে মানুষ কোনো শারীরিক অস্তিত্ব ধরে রাখতে না পারলেও, নিজেকে পরিচালনা করতে পারবেন যন্ত্রের মাধ্যমে। পুরো চেতনা ও স্মৃতি ইন্টারনেট নেটওয়ার্কের মতো কাজ করবে। মানুষের শরীর যতোটা দ্রুত গতিতে সাড়া দিতে পারে, সেভাবেই মানুষ তার বাঁচিয়ে রাখা স্মৃতি ও চেতনার মাধ্যমে যন্ত্রটিকে কাজে লাগাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ