স্বামীকে পিটিয়ে মারলো মাতাল স্ত্রী

india dead ভারত লাশআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মদ্যপ স্ত্রী পিটিয়ে মেরেছে স্বামীকে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের তুর্কমজালে। স্বামীর হত্যার পর প্রমাণ লোপাটের চেষ্টাও করেন তিনি। কিন্তু তাতে সক্ষম হননি ওই মহিলা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, মৃতের নাম ভি নরসিম্হা (৫৫)। তিনি গত এক বছর ধরে নিজের স্ত্রী রামুলম্মা এবং ১৬ বছরের ছেলে তিরুমালেশের সঙ্গে এভি নগরে থাকতেন। তিরুমালেশ ছাড়াও তাদের আর একটি ছেলে এবং দুই মেয়ে রয়েছে। তবে তাদের প্রত্যেকের বিয়ে হয়ে গিয়েছে এবং তারা আলাদা থাকেন। জানা গিয়েছে, ওই দম্পতি সবসময়ই মদ্যপ থাকতেন।

কনস্ট্রাকশান সাইটে কাজ করেন তিরুমালেশ। শনিবার রাতে কাজ থেকে ফেরার সময়ে তিনি নিজের বাবাকে রাস্তায় অজ্ঞান পড়ে থাকতে দেখেন। এর পর নিজের বাবাকে বাড়ি নিয়ে আসেন তিনি। নরসিম্হার অবস্থা দেখে রামুলম্মা রেগে যান। এর পরই লাঠি দিয়ে তাকে পেটানো শুরু করেন। তিরুমালেশ তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে পাশের ঘরে বন্ধ করে দেন রামুলম্মা। এর পরই নরসিম্হাকে ক্রমাগত লাঠি দিয়ে মারতে থাকেন তিনি। তার মাথায় চোট লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নরসিম্হার। পরে যখন রামুলম্মা স্বাভাবিক হন, তখন সব বুঝতে পারেন। এর পরই প্রমাণ লোপাটের চেষ্টা করেন তিনি। কিন্তু এক প্রতিবেশী সব দেখে নেয় এবং পুলিশে খবর দেয়।

বনস্থলীপুরমের ইনস্পেক্টর পি গোপালা কৃষ্ণমূর্তি জানান, ‘আমরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছি। রামুলম্মাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা এবং প্রমাণ লোপাটের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ