বাংলাদেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না। আমেরিকা বাণিজ্য সুবিধা বন্ধ করেও আমাদের রপ্তানি আয় কমাতে পারেনি। সামনে আমাদের রাপ্তানি আয় আরও বাড়বে।

বুধবার বিকেলে রাজধানীর রূপসী বাংলা হোটেলে মোটর পার্টস প্রদর্শনী উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, কিছুদিন আগে বাংলাদেশে যারা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছিল তারা আজ তাদের ভুল বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে যে অর্থনৈতিক ক্ষতি করে তারা জনগণের মন জিততে পারবে না। তারা তাদের ভুল স্বীকার করে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করছে।

তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এদেশ পারে না এমন কোনো কাজ নেই। আমাদের স্বদিচ্ছা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এখন।

বর্তমান সরকার দেশকে আরও উন্নত করার জন্য সবরকম কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ, ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার তারিক এ করিম, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ