গল্ফে বিশ্বের পয়লা আবার টাইগার উডস

0,,15838044_303,00ডেস্ক রিপোর্ট: ফ্লোরিডার অর্লান্ডোয় আর্নল্ড পামার ইনভিটেশনাল টুর্নামেন্টটি জিতে টাইগার উডস আবার গল্ফের বিশ্ব বাছাই তালিকার শীর্ষ স্থানটিতে ফিরলেন৷ যে উডস প্রায় আড়াই বছর কোনো পিজিএ ট্যুর জেতেননি৷

বাঁ পায়ের এবং আকিলিস টেন্ডনের চোটের জন্য ২০১১ সালের গ্রীষ্মে প্রায় খেলতেই পারেননি উডস৷ ২০১২’য় ডোরালের গল্ফ কোর্স ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন ঠিক ঐ টেন্ডনের ব্যথার কারণে৷ আজ কিন্তু খুঁড়িয়ে হাঁটার পরিবর্তে উডস সহজ বাংলায় যাকে বলে ‘কলার তুলে’ হাঁটেন৷ তাঁর গেম ফিরেছে, ফিরেছে তাঁর কনফিডেন্স৷

বে হিল-এ তাঁর খেলা দেখে অনেকের মনে হয়েছে, উডস শুধু আগের মতো ভালো নন, আগের থেকেও ভালো খেলছেন৷ সেকেন্ড রাউন্ড শেষ করেছেন পর পর তিনটি বোগি দিয়ে৷ সোমবার চূড়ান্ত রাউন্ডে কোনো প্রতিযোগীকে তাঁর দু’শটের বেশি কাছে ঘেঁষতে দেননি৷

উডস নিজেই তাঁর ফর্মের ব্যাখ্যা দিয়েছেন: ‘‘আমার শরীর ভালো থাকলে আমি জানি আমি উচ্চ মানের খেলা খেলতে পারি৷ প্রত্যেকটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারি, সব বড় চ্যাম্পিয়নশিপে নামতে পারি এবং প্রতিদিন ভালো খেলতে পারি – যদি আমার শরীর ভালো থাকে৷ ওটাই ছিল এই প্রক্রিয়ার প্রথম সোপান৷ সেখানে পৌঁছাতে পারলেই আমার গেম বদলে যায়৷”

যে উডস পাঁচ বছরে কোনো মেজর জেতেননি৷ শেষবার মাস্টার্সে বিজয়ীর সবুজ জ্যাকেট গায়ে চড়িয়েছিলেন আট বছর আগে৷ পর পর দু’টো টুর্নামেন্টে জিতেছিলেন সাড়ে তিন বছর আগে৷ যৌনাসক্তির কারণে যাঁর বিয়ে ভেঙেছে, স্পন্সররা বিদায় নিয়েছে এবং তাঁকে থেরাপিতে যেতে হয়েছে৷

সেই টাইগার উডস সপ্তাহ খানেক আগে ঘোষণা করেন যে, তিনি ও অলিম্পিক স্কি চ্যাম্পিয়ন লিন্ডসি ভন নাকি ডেটিং করছেন, অর্থাৎ তাঁরা একটি জুটি, অর্থাৎ প্রেমিক-প্রেমিকা৷ ভনের সঙ্গে উডসকে বহুদিন পরে যেন এতটা খুশি, এতটা স্বচ্ছন্দ দেখা গেল৷ এবং সেই খুশির জোরেই হয়ত ২০১০ সালের অক্টোবর মাসের পর এই প্রথম উডস আবার বিশ্বতালিকায় সেরা হলেন৷

উডস বে হিল-এ জেতার কয়েক মুহূর্ত পরেই ভনকে টুইট করতে দেখা গেছে: ‘নাম্বার ওয়ান!!!!!!!!!!’

এসি/ডিজি (ওপি, এএফপি, রয়টার্স)

 

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ