এলজি ও গুগল এবার স্মার্ট ওয়াচের দৌড়ে

index

এলজি স্মার্ট ওয়াচ বানাচ্ছে, এই খবর জানিয়েছে কোরিয়া টাইমস। অন্যদিকে গোপন সূত্রের বরাতে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে কাজ করবে, এমন একটি স্মার্টওয়াচ বানাচ্ছে গুগল।

কোরিয়া টাইমসের খবর অনুযায়ী, শুধু স্মার্ট ওয়াচ নয় গুগল গ্লাসের সঙ্গে মিল রয়েছে এমন একটি পণ্যও তৈরি করছে এলজি। এলজির পণ্যটি নিয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও খবরটি সত্য হবার সম্ভাবনাই বেশি। কারণ এর আগেও ফোন-ওয়াচ হাইব্রিড বানিয়েছিলো এলজি।

অন্যদিকে গোপন সূত্রের বরাতে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড টিমের সদস্যরাই কাজ করছেন স্মার্ট ওয়াচ নিয়ে। স্মার্ট ওয়াচটি কাজ করবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে। স্মাটফোনে আসা টেক্সট মেসেজ এবং ইনকামিং কল নোটিফিকেশনগুলো দেখা যাবে স্মার্ট ওয়াচটির স্ক্রিনে।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় গুগল কর্তৃপক্ষ। অ্যাপল স্মার্ট ওয়াচ বানাচ্ছে এমন গুজব বেশ কিছুদিন ধরে শোনা গেলেও এখন পর্যন্ত এ ব্যাপারে নিরবতা পালন করছে অ্যাপল কর্তৃপক্ষ। তবে মার্চের তৃতীয় সপ্তাহেই স্মার্ট ওয়াচ বানানোর খবর নিশ্চিত করেছে স্যামসাং।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ