রাশিয়ায় চীনা প্রেসিডেন্টের প্রথম সফর

image_17559_0

বেইজিং:  রাশিয়া সফরে যাচ্ছেন চীনের নতুন প্রেসিডেন্ট শি জিং পিং। প্রেসিডেন্ট হিসেবে এটাই জিং পিং এর প্রথম বিদেশ সফর।

শুক্রবার এই সফরে তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ উর্ধ্বতন দায়িত্বশীল ব্যক্তিদের সাথে বৈঠক করবেন। উভয় দেশের মধ্যে জ্বালানি এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও সম্প্রসারণের জন্য বেশ কিছু উদ্যোগ নেয়া হবে এই সফরে।

সফরের প্রাক্কালে জিং পিং জানান, একই  ‘চিন্তারাধা’ পোষণ করায় কৌশলগত দিক থেকে উভয়দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে জিং পিং রাশিয়াকে চীনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশি উল্লেখ করে বলেন, “রাশিয়ার সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কারণেই এই সফর। একে অপরের সাথে সহযোগিতার মাধ্যমে  চীন-রাশিয়া সম্পর্ক এক নতুন অধ্যায়ের সূচনা করলো।”

বিবিসি জানায়, আমেরিকা এবং ইউরোপের মজবুত অর্থনৈতিক অবস্থানের সামনে নিজেদের শক্ত অবস্থান তৈরির জন্যই চীনের প্রেসিডেন্টের এই রাশিয়া সফর।

রাশিয়া বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি শক্তিসম্পন্ন দেশ। অন্যদিকে অর্থনৈতিক সুপার পাওয়ার চীন নিজের অবস্থানকে আরো সুসংহত করছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ৮৮ বিলিয়ন ডলার।

রাশিয়া সফর শেষে জিং পিং আফ্রিকা সফর করবেন। সূত্র: বিবিসি।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ