দুর্নীতিবাজরা এখন প্রকাশ্যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে : দুদক চেয়ারম্যান

আনোয়র আজমী, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ এপ্রিল ২০২৪) : দেশের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দীন আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘আগে দুর্নীতিবাজরা রাতের আঁধারে ঘর থেকে বের হয়ে রাস্তার এক পাশ দিয়ে হাঁটত, যাতে লোকজন তাদের দেখতে না পায়। আর এখন দুর্নীতিবাজরা প্রকাশ্যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে।’

২ এপ্রিল (মঙ্গলবার) দুদকের সম্মেলন কক্ষে রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) স্মরণিকা ‘সুপথ’র মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতিবাজরা দুর্নীতি করার পরও নিজেদের দুর্নীতিবাজ মনে করে না। সমাজে দুর্নীতিবাজদের চিহ্নিত করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।’

দুদক কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন বলেন, ‘মামলার অভিযোগপত্র ছাড়াও প্রতিরোধের কাজ এগিয়ে নিতে হবে। পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত দিয়ে খবর প্রকাশ করুন, যাতে ঘটনার আমরাও গভীরে পৌঁছাতে পারি।’

র‌্যাক সভাপতি জেমসন মাহবুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ