লক্ষ্মীপুরে চার আসনে ৪৩ প্রার্থী জমা দিয়েছেন মনোনয়নপত্র

জান্নাতুল ফেরদৌস নয়ন, বিশেষ প্রতিবেদক (লক্ষ্মীপুর), এবিসিনিউজবিডি (২ ডিসেম্বর ২০২৩) : লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত ৩০ নভেম্বর জেলার সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মোট নয়জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে আওয়ামী লীগের একজন, জাতীয় পার্টির একজন, তরিকত ফেডারেশনের একজন, বাংলাদেশ ইসলাম ফ্রন্টের একজন, তৃণমূল বিএনপির একজন, এনপিপির একজন এবং স্বতন্ত্র তিনজন।

লক্ষ্মীপুর-২ আসনে (রায়পুর ও সদর আংশিক) ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আওয়ামী লীগের একজন, জাতীয় পার্টির একজন, তরিকত ফেডারেশনের একজন, বাংলাদেশ ইসলাম ফ্রন্টের একজন, মুক্তিজোটের একজন, স্বতন্ত্র তিনজন, সুপ্রিম পার্টির একজনসহ মোট ১৩ জন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১২ জন মনোনয়পত্র জমা দেন। এর মধ্যে আওয়ামী লীগের একজন, জাতীয় পার্টির একজন, ন্যাশনাল পিপলস পার্টির একজন, তৃণমূল বিএনপির একজন, জাকের পার্টির এক, স্বতন্ত্র পাঁচজন, বাংলাদেশ জাতীয় পার্টির একজন।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে নয়জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আওয়ামী লীগের একজন, জাসদের একজন, বিকল্পধারার একজন, স্বতন্ত্র পাঁচজনসহ মোট নয়জন মনোনয়নপত্র জমা দেন।

এদিকে সকালে লক্ষ্মীপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী গোলাম ফারুক পিংকু ও লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন সাংবাদিকদের জানান, নির্বাচনে মানুষের ব্যাপক উৎসাহ রয়েছে। নির্বাচনে তারা বিজয়ী হবেন বলে আশাবাদী। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে। তারা সবার সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান সাংবাদিকদের জানান, লক্ষ্মীপুরের চারটি আসনে ৪৯ জন মনোনয়নপত্র গ্রহণ করলেও জমা দেন ৪৩ জন।

তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের আচরণবিধি ভঙ্গ হলে ব্যবস্থা নেয়া হবে। সকলের আন্তরিকতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরে।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ