অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এিবিসিনিউজবিডি, ঢাকা (৪ সেপ্টেম্বর ২০২৩) : সরকারি সফর শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিত চিফ অব আর্মি সিম্পোজিয়াম এবং দ্যা ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ শেষে গত ২ সেপ্টেম্বর রওনা দিয়ে আজ (৩ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান। সফরকালে তিনি গত ২৯-৩০ আগস্ট ‘চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩’ এবং ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ‘দ্যা ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়াম’ এ অংশগ্রহণ করেন। সিম্পোজিয়ামসমূহে সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ থেকে আসা সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।

এছাড়া স্ব-স্ব স্থলবাহিনীসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারি সম্পর্কন্নোয়ন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীসমূহের আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলেও জানায় আইএসপিআর।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ