প্রতিকূল অবস্থায় ছাত্রলীগকে সুসংগঠিত করতে মঈনুলের ভূমিকা অনস্বীকার্য : বাবর

নিজস্ব প্রতিবেদক (চট্রগ্রাম), এবিসিনিউজবিডি (৮ এপ্রিল ২০২৩) : ওমরগণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস শহীদ ছাত্রনেতা মঈনুল করিম চৌধুরী’র ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঈনুল করিম স্মৃতি সংসদের উদ্যেগে এক স্মরণ সভা ওমর গণি এম ই এস কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট এম কুতুবউদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে গতকাল ৭ এপ্রিল (শুক্রবার) বিকেলে নন্দনকান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। এসময় তিনি বলেন, শহীদ ছাত্রনেতা মঈনুল করিম চৌধুরী ছিলেন সত্যিকারের আদর্শিক ছাত্রনেতা। প্রতিকূল অবস্থায় রাজনীতি করে ছাত্রলীগকে শক্তিশালী করার ক্ষেত্রে মঈনুলের ভূমিকা ছিলো অতুলনীয়। আর্দশিক ছাত্রনেতার মৃত্যু নাই, কর্ম তাকে সবার মাঝে বাচিয়ে রাখে। বর্তমান প্রজন্মের কাছে শহীদ মঈনুল করিমের আদর্শ অনুকরণীয়। প্রতিকূল অবস্থায় রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে গিয়ে ১৯৯৫ সালে আজকের দিনে তিনি নোয়াখালী সড়ক দুর্ঘটনায় নিহত হন। আমরা তার বিদেহীর আত্মার মাগফেরাত কামনা করি।

এতে আরো বক্তব্য রাখেন শহীদ ছাত্রনেতা মঈনুল করিম চৌধুরীর বড় ভাই রেজাউল করিম চৌধুরী, আওয়ামীলীগ নেতা সুজিত ঘোষ, এম এ আউয়াল, আশীষ চক্রবর্তী বাচ্চু, সাবেক ছাত্রনেতা নাসির উদ্দীন ফাহিম, পংকজ রায়, শিবু প্রসাদ চৌধুরী,মোঃ ওমর ফারুক, মুমিনুল হক, মোরশেদ আলম, মোঃ জাহেদ, মোঃ দেলোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন জিকু, মোঃ সাব্বির চৌধুরী, আবু তাহের রানা, এহসানুল হক খোকা, সামির সাকিব চৌধুরী, দেলোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, জাবেদুল ইসলাম জিতু, জুবাইদুল ইসলাম আশিক, মোঃ রুবেল, কাজী ইসমাইল সাকিব, অন্তর হোড়, জাহিদ হাসান সাইমুন, হাসমত খান আতিফ, আবদুল্লাহ আল সাইমুন,আশরাফ উদ্দীন লাভলু, ইয়াছির আরাফত রিকু, রতন চৌধুরী, নিয়াজ উদ্দীন তামিম প্রমুখ।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ