জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৯ দিন বন্ধ থাকবে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক (জাবি), এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ মার্চ ২০২৩) : টানা ৩৯ দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী সোমবার (২৭ মার্চ) থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ৪ মে পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, গ্রীষ্মকালীন ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ২৭ মার্চ থেকে ৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অফিস ছুটির ব্যাপারে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ