বান্দরবানে অভিযানে অস্ত্রসহ ২০ জঙ্গি আটক

প্রতিবেদক (বান্দরবান), এবিসিনিউজবিডি, ঢাকা (৮ ফেব্রুযারি ২০২৩) : বান্দরবানে র‌্যাবের অভিযানে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ এবং কেএনএফের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এসময় র‌্যাবের আট সদস্য আহত হন।

৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় বান্দরবান জেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

আটকরা হলেন, কুমিল্লা সদরের মো. আস সামী রহমান সাদ (১৯), বরগুনা বেতাগীর সোহেল মোল্লা (২২), পটুয়াখালী সদরের মো. আল আমিন ফকির (১৯), কুমিল্লা লাঙ্গলকোট এলাকার জহিরুল ইসলাম (২৭), পটুয়াখালীর মিরাজ শিকদার আশরাফ হোসেন (২৬), মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ির রিয়াজ শেখ জায়েদ (২৪), পটুয়াখালীর ওবায়দুল্লাহ (২০), পটুয়াখালীর মির্জাগঞ্জের জুয়েল মাহমুদ মাহমুদ (২৭), টাঙ্গাইল ধনবাড়ি এলাকার ইলিয়াস রহমান (৩২)।

আরও আছেন, ঝালকাঠী সদর এলাকার হাবিবুর রহমান মোড়া (২৩), কুমিল্লা সদর এলাকার সাখাওয়াত হোসেইন (২১), বরিশাল কোতয়ালীর আব্দুস সালাম রাকি রাসেল (২৮), কুমিল্লা লাকসাম এলাকার যোবায়ের আহম্মেদ আইমান রেনাল ওমর (২৯), পটুয়াখালী দশমিনার শামীম হোসেন আবু হুরাইরা রাফি (২৬), হবিগঞ্জ মাধবপুরের তাওয়াবুর রহমান সোহান মিন্টু (২০), বরিশালের মোহাম্মদ মাহমুদ (২০), মাগুরার মোহাম্মদ আবু হুরাইরা (২২)। এছাড়া পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ সদস্য লাল মোল সিয়াম বম, ফ্লাগ ক্রস ও মালসম পাংকুয়া।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ