যমুনা গ্রুপের ১ হাজার কোটি টাকার বিনিয়োগ পাচ্ছে ইভ্যালি

জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ জুলাই ২০২১) : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ। প্রাথমিকভাবে তারা ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে। বাকি বিনিয়োগ করবে ধারাবাহিকভাবে। আজ মঙ্গলবার ইভ্যালি এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল। তিনি বলেছেন, দেশীয় উদ্যোগ হিসেবে গড়ে ওঠা ইভ্যালির পাশে আরেকটি দেশীয় প্রতিষ্ঠানকে পেয়ে আমরা আনন্দিত। যমুনা গ্রুপের এই বিনিয়োগ ইভ্যালির ভবিষ্যৎ উন্নয়ন এবং ব্যবসায়ের পরিধি বৃদ্ধিতে ব্যয় করা হবে।

পণ্য না দিলে ইভ্যালি–আলেশা মার্টদের টাকা ফেরত দিতে হবে ১০ দিনে

গ্রাহকদের পুরোনো ক্রয় আদেশ নিয়ে মোহাম্মদ রাসেল বলেন, যে ক্রয় আদেশগুলোর সরবরাহ অপেক্ষমাণ, সেগুলোর ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রয়োজনে আরও বিনিয়োগের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা গ্রুপের এমডি শামীম ইসলাম বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে আমরা দেখছি যে স্থানীয় ই–কমার্স প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেমন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমাজন, চীনের ক্ষেত্রে আলিবাবা। তেমনি বাংলাদেশে ইতিমধ্যে নিজের একটি অবস্থান তৈরি করেছে দেশীয় প্রতিষ্ঠান ইভ্যালি এবং দেশের সাধারণ মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। যমুনা ৫০ বছর ধরে দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করছে। এখন থেকে ইভ্যালি এবং যমুনা গ্রুপ সেই স্বপ্নপূরণে একে অপরের অংশীদার হলো।’

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ