সশস্ত্র বাহিনীসহ সবাইকে করোনা মোকাবিলায় কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ জুলাই ২০২১) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনাভাইরাস মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্যসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। ২৫ জুলাই রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা পৃথকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, করোনার কারণে গোটা বিশ্ব বিপর্যস্ত। বাংলাদেশেও করোনার প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আবু আশরাফ ২৫ জুলাই (রোববার) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ