ওয়াইফাইয়ের আওতায় আসছে প্রাথমিক বিদ্যালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ এপ্রিল ২০২১) অনলাইন স্কুল’ ব্যবস্থা চালু করতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ওয়াইফাইয়ের আওতায় আনা হচ্ছে। করোনা অতিমারিকে কেন্দ্র করে এই ব্যবস্থা চালু করা হলেও করোনা পরবর্তী স্বাভাবিক পরিস্থিতিতেও এই ব্যবস্থা অব্যাহত থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম সাংবাদিকদের এ বিষটি নিশ্চিত করেছেন। এবিসিনিউজবিডিকে তিনি বলেন, ‘দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘অনলাইন স্কুল’ চালু করা হচ্ছে। এই অনলাইন স্কুল পরিচালনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে (যেসব এলাকার মোবাইল নেটওয়ার্ক রয়েছে) ওয়াইফাইয়ের আওতায় আনা হবে। অনলাইন স্কুলের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর পাঠদান অব্যাহত রাখা হবে। করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির কারণে গ্রামের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে অনলাইন স্কুল পরিচালনার পাশাপাশি গ্রামের প্রতিষ্ঠানগুলোতে যেসব শিক্ষার্থী অনলাইনে সুযোগ নিতে পারবে না, তাদের জন্য বিকল্প ব্যবস্থায় পাঠদান অবদ্যাহত রাখা হবে।’

অনলাইন স্কুল পরিচালনার বিষয়ে মহাপরিচালক বলেন, ‘প্রত্যেক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ রয়েছে। আরও একটি করে ল্যাপটপ এবং একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হবে। আগামী জুলাই থেকে ফার্নিচারও পৌঁছাবে। টেন্ডার হয়েছে। অনেক ক্ষেত্রে ওয়ার্ক অর্ডারও হয়েছে। ল্যাপটপ ও প্রজেক্টর দিয়ে শিক্ষকরা অনলাইন স্কুল চালাতে পারবেন।’

তিনি বলেন, ‘তবে এ বিষয়ে সার্বিক পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। শনিবারের (২৪ এপ্রিল) বৈঠকে চূড়ান্ত হলে সার্বিক নির্দেশনা জারি করা হবে।’

যেসব এলকায় মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানে অনলাইন স্কুল পরিচালনা সম্ভব হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানান মহাপরিচালক।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ