করোনায় সর্বোচ্চ সংক্রমণ, ৩৭ জনের মৃত্যু, সুস্থ ৫২৩ জন

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ জুন ২০২০) : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯১১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এক দিনে করোনার সংক্রমণে এটাই সর্বোচ্চ সংখ্যা। সব মিলিয়ে করোনা শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৭ জন। মোট মারা গেছেন ৭০৯ জন।

২ জুন (মঙ্গলবার) দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। দেশে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জনের।

এর আগে রোববার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৩৮১ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২২ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। এ নিয়ে সর্বমোট ১১ হাজার ১২০ জন সুস্থ হলেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৪ জনের জনের করোনা পরীক্ষা করা হয়। গতকাল ১১ হাজার ৪৩৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭টি নমুনা।

দেশে এখন ৫২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ