সৌরভকে আইসিসি সভাপতি দেখতে চান স্মিথ

স্পোর্টস ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ মে ২০২০) : আইসিসি সভাপতি হিসেবে শশাঙ্ক মনোহরের মেয়াদ ফুরোচ্ছে এ মাসেই। এরপর আইসিসি সভাপতি হবেন কে? নিজের পছন্দ আগেই বলে দিলেন ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআিই) সভাপতি গাঙ্গুলীকে পরবর্তী আইসিসি সভাপতি হিসেবে দেখতে চান স্মিথ।

সিএসএ প্রধান নির্বাহী জ্যাক ফাউলও সৌরভকে সমর্থন দিয়েছেন। ভারতীয় কেউ আইসিসির দায়িত্ব নিলে সমস্যা নেই, জানিয়েছেন তিনি। এদিকে করোনা মহামারির মধ্যে মনোহরের মেয়াদ দুই মাস বাড়তে পারে। স্মিথ এর মধ্যে প্রতিদ্বন্দ্বীতা জমিয়ে দিলেন। কারণ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক প্রধান কলিন গ্রেভস সভাপতি হওয়ার দৌড়ে আছেন, জানায় সংবাদমাধ্যম।

স্মিথ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের জায়গা থেকে সৌরভ গাঙ্গুলীর মতো ক্রিকেটের কাউকে দেখতে ভালোই লাগবে আইসিসি সভাপতি পদে। খেলার জন্যই ভালো হবে। সে খেলাটা বোঝে। সর্বোচ্চ পর্যায়ে খেলেছে। তাঁর নেতৃত্বটা সবচেয়ে কাজে লাগবে।’

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এ কথা বলার আগে সৌরভকে সমর্থন দেন ডেভিড গাওয়ারও। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেছিলেন, আইসিসি সভাপতি হওয়ার মতো রাজনৈতিকজ্ঞান আছে সৌরভের।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ