সরকার চাইলে আরো সেনা সদস্য মোতায়েন: সেনাপ্রধান

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ এপ্রিল ২০২০) : সেনা প্রধান আজিজ আহমেদ বলেছেন, সরকারকে করোনা মোকাবেলায় সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী। সরকার চাইলে আরো সেনা সদস্য মোতায়েন করা হবে।

তিনি বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধ ঘোষণা করেছেন, ফলে আমরা সৈনিক হিসেবে সেই যুদ্ধে অংশগ্রহণে সবসময় প্রস্তুত আছি।

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের নিয়ে চলমান সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যেসব পোশাক কারখানায় কাজ রয়েছে সেসব পোশাক কারখানা স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলা রাখতে পারেন। আর যেসব গার্মেন্টসে কাজ নেই, তারা চাইলে বন্ধ রাখতে পারেন।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, যেসব গার্মেন্টসে বিদেশী বায়াররা ক্রয় চুক্তি বাতিলের শঙ্কা রয়েছে সেসব গার্মেন্টসে প্রয়োজনে উৎপাদন অব্যাহত রাখতে পারেন। তবে, স্বাস্থ্যবিধি মেনে কারখানা কর্তৃপক্ষ কারখানা চালু রাখতে হবে।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ