সংসদ থেকে বিদায় নিলেন অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৩ অক্টোবর ২০১৮) : আর সংসদ নির্বাচন করবেন না জানিয়ে ২৩ অক্টোবর মঙ্গলবার রাতে সংসদে দেয়া বক্তব্যকে শেষ বক্তব্য বলে সবার কাছ থেকে বিদায় নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিদায়কালে তিনি বলেন, ‘আমি আর নির্বাচন করছি না। এ জন্য এটা আমার শেষ বক্তৃতা।’ তবে তিনি আর অর্থমন্ত্রীর মতো গুরুদায়িত্ব পালন না করলেও সংশ্লিষ্ট থাকবেন।

২৩ অক্টোবর মঙ্গলবার রাতে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী অনেকটা আবেগাপ্লুত হয়ে তার সফলতার পেছনে দেশবাসীর অবদান রয়েছে বলে অকপটে স্বীকার করেন। অর্থমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়ে সংসদের বাইরে একাধিকবার মন্তব্য করলেও এই প্রথম তিনি জাতীয় সংসদে এ প্রসঙ্গে কথা বললেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার জীবনে যা করতে সক্ষম হয়েছি, তার প্রধান কারণ হলো মানুষের দোয়া। মানুষের দোয়াই আমাকে উৎসাহিত করেছে। আমি অবসরে যাচ্ছি, এটা ঠিক তবে চলে যাচ্ছি না। সংশ্লিষ্ট থাকবো। তবে অর্থমন্ত্রীর যে গুরু দায়িত্ব, তা আর পালন করছি না।’

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ