দিনভর অফিস করেছেন তিতাসের এমডি, দুদকের খাতায় ‘অসুস্থ’

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১ অক্টোবর ২০১৮) : অসুস্থতার কারণ দেখিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মশিউর রহমান ও আরেক কর্মকর্তা। আজ সোমবার তাঁদের দুদকে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছিল।

দুদক সূত্র জানায়, আজ সকালে মীর মশিউর রহমান অসুস্থতার কথা জানিয়ে দুদকে চিঠি দিয়েছেন। চিঠিতে ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যার কথা উল্লেখ করে দুদকে হাজির হতে তিন সপ্তাহের সময় চেয়েছেন তিনি।

তবে তিতাসের একটি সূত্র জানিয়েছে, মীর মশিউর রহমান আজ সকাল থেকে তিতাসের প্রধান কার্যালয়ে অফিস করছেন।

জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপক (জনসংযোগ) গোলাম মোস্তফা বলেন, ‘তিনি (মীর মশিউর রহমান) সকাল থেকে অফিস করছেন।’

মীর মশিউর রহমানের মতো একইভাবে অসুস্থতার কথা জানিয়ে দুদকের কাছে সময় চেয়েছেন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এস এম আবদুল ওয়াদুদ।

গত ২০ সেপ্টেম্বর তিতাসের আট কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।

তিতাসের এমডি মীর মশিউর রহমান, ডিজিএম এস এম আবদুল ওয়াদুদ ও ব্যবস্থাপক ছাব্বের আহমেদ চৌধুরীকে ১ অক্টোবর দুদকে হাজির থাকতে বলা হয়।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ