সাকিবের আঙুলে সংক্রমণ, বিসিবি ব্যাখ্যা চাইবে ফিজিও’র কাছে

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১ অক্টোবর ২০১৮) : চোট পাওয়া আঙুলে সংক্রমণের শুরু সাকিব দুবাই যাওয়ার পর থেকেই। কিন্তু সঠিক সময়ে ধরতে পারেননি দলের ফিজিও। কেন পারেননি, তাঁর কাছে সেটির কারণ জানতে চাইবে বিসিবি

বড় বিপদ থেকে বেঁচে গেছেন, কদিন আগে ফেসবুকে সেটি নিজেই জানিয়েছেন সাকিব আল হাসান। আরেকটু হলে হাতটা হারাতে বসেছিলেন বাংলাদেশ অলরাউন্ডার। সাকিব যে বড় বিপদে পড়তে যাচ্ছিলেন, তার দায় এড়াতে পারেন না থিহান চন্দ্রমোহন। বিসিবি শিগগির তাঁর কাছে কারণ জানতে চাইবে, কেন সাকিবের আঙুলের অবস্থা ভালোভাবে বুঝতে পারেননি তিনি।

আঙুলের অস্ত্রোপচার করাতে যেদিন সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা, সেদিন দেখেন চোট পাওয়া হাতে প্রচণ্ড ব্যথা। ব্যথানাশক খেয়েও লাভ হচ্ছে না! গায়েও জ্বর জ্বর ভাব। দ্রুত অ্যাপোলো হাসপাতালে গেলে জানতে পারেন, চোট পাওয়া বাঁ হাতের কড়ে আঙুল থেকে সংক্রমণ (ইনফেকশন) ছড়িয়ে পড়েছে। পুঁজ জমে ভয়াবহ অবস্থা। পুঁজ সময়মতো না বের করে গেলে বিপদটা কত বড় হতো, সেটি প্রথম আলোকে জানিয়েওছেন সাকিব, ‘এটা যদি আরও কয়েক দিন পর ধরা পড়ত, আমার হাতটাই অকেজো হয়ে যেতে পারত।’

একজন চিকিৎসক আঙুল দেখামাত্র বুঝলেন সাকিবের পুঁজ বের করা কতটা জরুরি। অথচ দলের ফিজিও সেটি বোঝেননি দুই সপ্তাহে। এমনকি সাকিবের হাত ফুলছে কী কারণে, সেটিও তিনি বুঝতে পারেননি। উল্টো ফিজিও নাকি ধারণা করেছেন, কিছুদিন ব্যাট করছিলেন না বলে জায়গাটা ফুলে গেছে। সাকিব আপাতত বিপদ থেকে উদ্ধার হলেও বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছে না বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বললেন, কারণ দর্শাতে বলা হবে দলের ফিজিওকে, ‘আমার অবশ্যই তাঁর কাছে জানতে চাইব, সাকিবের কেন এমন হয়েছে। প্রধান নির্বাহীর (বিসিবি) সঙ্গে কথা বলে জবাবদিহি চাওয়া হবে। সাকিবের আরও খারাপ কিছু হতে পারত। তাঁকে (ফিজিও) দলে রাখাই হয়েছে খেলোয়াড়দের দেখে রাখার জন্য।’

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ