নিরাপদ সড়কে দাবিতে একাত্ম ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট, এবিসিনিউজবিডি,
ঢাকা (১০ আগস্ট ২০১৮) : বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বাংলাদেশি পিএইচডি গবেষক ও শিক্ষার্থীরা। গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার রিভারসাইড শহরের ইউনিভার্সিটির ক্যাম্পাসে তাঁরা এই সংহতি প্রকাশ করেন।

ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বাংলাদেশি পিএইচডি গবেষকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংহতির কথা জানানো হয়।
নিরাপদ সড়কে দাবির পক্ষে সংহতি প্রকাশ করে ৭ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বেল টাওয়ারে ১৫ জনের বেশি পিএইচডি গবেষক ও স্নাতকের শিক্ষার্থীরা সমবেত হন। তাঁরা প্ল্যাকার্ড নিয়ে সড়কে ট্রাফিক আইন প্রয়োগ ও উন্নত পরিবহন-ব্যবস্থার দাবি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকায় বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ন্যায়বিচার দাবি করছেন তাঁরা। একই সঙ্গে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতা, গ্রেপ্তার ও গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন। তাঁরা বিশ্বাস করেন, জনগণের কথা বলার স্বাধীনতা ও সঠিক তথ্য পাওয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে। তাই নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে তাঁরা একাত্ম।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ