আইফোন টেনকে ঠেকাবে যে

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: নভেম্বরেই মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল বিক্রি শুরু করছে আইফোন টেন। অ্যাপলভক্তরা আইফোনের দশকপূর্তির ‘চমক’ হিসেবে আসা এ ফোনটির জন্য অপেক্ষায় আছেন। কিন্তু বাজারে ৯৯৯ মার্কিন ডলার দামের আইফোন টেনকে ঠেকাবে কে?

আইফোন টেনকে টেক্কা দিতে সক্ষম এ রকম বেশ কয়েকটি মডেলের স্মার্টফোনের গুঞ্জন উঠেছে। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের একটি স্মার্টফোন। ধারণা করা হচ্ছে, আইফোন টেনকে টক্কর দিতে স্যামসাং বাজারে ছাড়তে পারে গ্যালাক্সি টেন নামের একটি স্মার্টফোন। এর বিশেষত্ব হবে—ভাঁজ করা যাবে।

ফোনটির মডেল নম্বর হতে পারে এসএম-জি ৮৮৮ এন০। স্যামসাংয়ের রহস্যময় ‘ট্রিপল এইট’ স্মার্টফোনটি ঘিরে নানা গুঞ্জন রয়েছে। এটি হতে পারে বহু আলোচিত ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন।

প্রায় এক দশক ধরে এ ধরনের ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করছে স্যামসাং। এখন প্রতিবছর এ ধরনের গুঞ্জন শোনা যায়। স্যামসাং সম্প্রতি ব্লুটুথ, ওয়াই-ফাই সনদের জন্য আবেদন করার সময় নতুন ফোনের মডেল নম্বর ফাঁস হয়। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল রেডিও রিসার্চ এজেন্সিতে ওই নম্বর দেখা যায়। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, নতুন মডেলটি বাজারে ছাড়ার জন্য প্রস্তুত করছে স্যামসাং। বাজার বিশ্লেষকেরা বলছেন, এটি হতে পারে আইফোন টেনের প্রতিদ্বন্দ্বী গ্যালাক্সি টেন।

অবশ্য এর আগেও বাঁকানো স্ক্রিনের ফোন নিয়ে এসেছে স্যামসাং। এবারই প্রথম পুরোপুরি ভাঁজ করে পকেটে রাখার মতো নকশার ফোন আনবে স্যামসাং।

স্যামসাংয়ের মোবাইল ব্যবসা বিভাগের প্রধান ডংজিন কোহ সম্প্রতি বলেছেন, ‘স্যামসাং আশা করছে আগামী বছর ফ্ল্যাগশিপ গ্যালাক্সি নোট লাইনে নমনীয় স্মার্টফোন আনা সম্ভব হবে। এ প্রযুক্তির স্মার্টফোন বাজারে ছাড়তে এখনো বেশ কিছু বাধা পেরোতে হবে। এসব সমস্যার সমাধান না হলে অবশ্য ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন বাজারে আসা পেছাতে পারে। স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান হিসেবে বলতে পারি, আমাদের লক্ষ্য পরের বছর। ওই বছর আসবে নমনীয় স্মার্টফোন।’

এর আগেও স্যামসাংয়ের ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোনের কথা শোনা গেছে। ২০১৩ সালে ‘ইয়োম’ নামে নমনীয় ডিসপ্লের প্রোটোটাইপ দেখিয়েছিল প্রতিষ্ঠানটি। অর্থাৎ চার বছর ধরে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন নিয়ে পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

এ বছরের জানুয়ারিতে গুঞ্জন উঠেছিল, স্যামসাং গ্যালাক্সি এক্স নামের নমনীয় স্মার্টফোন বাজারে ছাড়বে। সাত ইঞ্চি মাপের ওএলইডি ডিসপ্লের ওই ডিভাইসটি ভাঁজ করে পকেটে রাখা যাবে। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, ২০১৮ সালে প্রথম প্রান্তিকে বিশেষ করে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আগেই আইফোন টেনের প্রতিদ্বন্দ্বীর ঘোষণা দেবে বিশ্বের শীর্ষ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: ফোর্বস, গার্ডিয়ান।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ