নির্ধারিত সময়েই তিন সেতুর নির্মাণ শেষ হবে: কাদের

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর নির্মাণ কাজ শেষ হবে। এ পর্যন্ত সেতু তিনটির নির্মাণ কাজের অগ্রগতি ৩০ শতাংশ। যা আগামী অক্টোবর মাসে ৫০ শতাংশে উন্নীত হবে।

মঙ্গলবার দুপুরে সেতু তিনটির নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় তিনি এসব কথা বলেন।

এ সময় কলামিস্ট ফরহার মজহারকে অপহরণের পেছনে আওয়ামী লীগের হাত আছে- বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি একেক সময়ে একেক কথা বলছে। তাদের নেতাদের কথাবার্তায়ও সমন্বয়হীনতা রয়েছে। বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

মন্ত্রী বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আওয়ামী লীগ এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে।
এ সময় সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ