জানুয়ারিতে শতকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১১৩ কোটি ৬৩ লক্ষ ৯৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করছে।

আজ বুধবার বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃত মাদকের মধ্যে রয়েছে ১১লাখ ১১ হাজার চারশ ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ হাজার নয়শ ৮৩ বোতল ফেনসিডিল, ৮৫২ কেজি গাঁজা, ২০ হাজার ৮৬ বোতল বিদেশী মদ, ১১ কেজি একশ গ্রাম হেরোইন, দুই হাজার আটশ ৮০টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১৮ লাখ চার হাজার আটশ ৬০ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট।

এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৮৩ হাজার ছয়শ ৩১টি শাড়ি, এক হাজার ছয়শ ৭৩টি থ্রিপিস,শার্টপিস, দুই হাজার ৪৯ মিটার থান কাপড়, দুই হাজার চারশটি তৈরী পোশাক, ৫৫ হাজার তিনশ ৪৬ সিএফটি কাঠ এবং ১৩টি তক্ষক। জানুয়ারি মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি পিস্তল, দুইটি বন্দুক, ১৩ রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত জানুয়ারি মাসে বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৭ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৫৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২ জন ভারতীয় নাগরিককে আটক। তারমধ্যে ৮ জনকে বিএসএফের কাছে হস্তান্তর ও চারজনকে থানায় দেওয়া হয়েছে। বাংলাদেশ-মায়ানমার সীমান্তে চারশ ৭৫ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ