হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে : প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটেছে তা আমি বিশ্বাস করতে পারছি না। এ ঘটনা ন্যাক্কারজনক। আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বললেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বৃহস্পতিবার চট্টগ্রামে নতুন আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, অপরাধীদের রক্ষা করা আপনাদের কাজ নয়। আপনাদের কাজ আইনের শাসন প্রতিষ্ঠা করা।

গেলো বুধবার চট্টগ্রাম আদালত ভবনে নজিরবিহীন ভাংচুর ও বিক্ষোভ হয়।

মানবপাচার মামলার আসামি আইনজীবী ও তার স্ত্রীকে জামিন না দেয়ায় এ ঘটনা ঘটে। তারা হলেন, অ্যাডভোকেট জামাল হোসেন (৪০) ও স্ত্রী ইয়াছমিন আক্তার (৩২)।

বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়া তাদের জামিন নামঞ্জুর করলে বিক্ষোভে নামেন আইনজীবীরা।

এসময় বিচারকের এজলাস এবং খাস কামরার জানালায় ভাংচুরের ঘটনাও ঘটে। এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে শুনানির পর মহানগর হাকিম মাসুদ পারভেজ তাদের জামিন মঞ্জুর করেন।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ