কোস্টগার্ডের দুই জাহাজের কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: চট্টগ্রামে কোস্টগার্ড বহরে দুই জাহাজের কমিশনিং করলেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অবতরণ করে। এরপর কোস্টগার্ডের একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন।

আনুষ্ঠানিকভাবে ‘সৈয়দ নজরুল’ এর অধিনায়ক ক্যাপ্টেন এম সালেউদ্দিন ও ‘তাজউদ্দিন আহমেদ’ এর অধিনায়ক ক্যাপ্টেন এম হাসান তারিক মন্ডলের হাতে জাহাজ দুটির কমিশনিং ফরমান তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে জাহান দুটি আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ড বহরে কার্যক্রম শুরু করল।

জানা গেছে, জাহাজ দুটি ৮৭ মিটার লম্বা, সাড়ে ১০ ফুট চওড়া ও ১ হাজার ৩’শ টন ধারণ ক্ষমতা সম্পন্ন। ঘণ্টায় সর্বোচ্চ ২৩ নটিক্যাল মাইল বেগে সাড়ে ৩ হাজার ফুট নটিক্যাল মাইল অতিক্রম করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব ড. কামালউদ্দিন আহমেদ, তিন বাহিনী প্রধান এবং কোস্টগার্ডের মহাপরিচালকসহ বিভিন্ন বাহিনী, সরকারি উদ্ধতন কর্মকর্তা ও রাজনীতিক ব্যক্তিরা।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ