আইসিটি অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২১ সেপ্টেম্বর) : ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ায় আইসিটি ফর ডেভলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০ সেপ্টেম্বর (বায়লাদেশ সময়) হলিউডের বিখ্যাত অভিনেতা রবার্ট ডেভির হাত থেকে সজীব ওয়াজেদ জয় এই পুরস্কার নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী উৃপস্তিথ ছিলেন।

এ ছাড়া ছিলেন অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশ্ব সুশীল সমাজের নেতারা এবং অভিনয় ও সঙ্গীত শিল্পীরা।

ডিজিটাল বাংলাদেশ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের সহায়তা করায় ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট ও যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কার দিয়েছে।

এবিসিনিউজবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৬

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ