শিক্ষার্থীদের বেতন ৩০ শতাংশের বেশি বাড়নো যাবে না

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় দেড় শতাধিক। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাসিক বেতন সর্বোচ্চ ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে। এর বেশি কোনোভাবেই বাড়ানো যাবে না।

৯ আগস্ট (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

এ ক্ষেত্রে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তাদের সক্ষমতা বিবেচনা করেই শিক্ষার্থীদের মাসিক বেতন বাড়াতে হবে।

গত বছরের ডিসেম্বরে নতুন জাতীয় বেতনস্কেল করার পর অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আয়ের শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধি করে। নন এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা বলে শিক্ষার্থীদের মাসিক বেতন বিভিন্ন হারে বৃদ্ধি করে। এ নিয়ে অভিভাবকেরা আন্দোলনে নামলে ওই বর্ধিত বেতন ফি বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার এ বিষয়ে একটি নির্দিষ্ট হার নির্ধারণ করে দিল শিক্ষা মন্ত্রণালয়। পরিপত্রে আরও বলা হয়, একজন নন এমপিও শিক্ষকের বেতনের মোট পরিমাণ কোনোভাবেই সম স্কেলের একজন এমপিওভুক্ত শিক্ষকের বেতনের চেয়ে বেশি হবে না।

 

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ