এআইইউবি ছাত্রের মৃত্যু ঢাবির সুইমিং পুলে

swimpolরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ডাইভ দেয়ার সময় বুকে আঘাত পেয়ে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ফাহিম শাহরিয়ার চৌধুরী (২০) অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। তার বাবা মো. জালালউদ্দিন চৌধুরী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।

ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুলের পরিচালক মো. শাজাহান জানান,  ফাহিম এই পুলের নিয়মিত সদস্য ছিলেন।  সকাল ১১টার দিকে তিনি সাঁতার কাটতে পুলে আসেন।

“সাঁতারের এক পর্যায়ে ফাহিম  উঁচু মঞ্চ থেকে লাফ দেন। কিন্তু তাল রাখতে না পারায় তার বুক সরাসরি পানির ওপর ধাক্কা খায় এবং সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে।”

ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে  শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল জানান,  লাফ দেয়ার সময় পানির ধাক্কায় ফাহিমের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।  এ কারণেই তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে।

ফাহিমের মরদেহ মেডিকেলে রাখা হয়েছে। কোনো অভিযোগ না পেলে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে এম এ জলিল জানান।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ