মানবীয় ব্যবহারের রোবট আসছে শিগগিরই

Robot রোবটরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রোবটরা সাধারণত কম্পিউটারভিত্তিক কাজই করতে পারে। কথা বলা, হাটা-চলা করা ও দৈনন্দিন কাজের বিচার-বিবেচনা করা তাদের পক্ষে সম্ভব নয়। তবে যদি সত্যিকারার্থেই মানবীয় এসব গুণাবলি সম্পন্ন রোবট চলে আসে। তবে কেমন হবে? হ্যাঁ, মানবীয় গুণাবলি সম্পন্ন ‘নিউরোটিক’ রোবট তৈরির জন্যই কাজ করে যাচ্ছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। যেটি মানুষের আচরণের হুবহু কপি করতে পারবে। এটি বাজারেও আসবে শিগগিরই। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কগনিটিভ সায়েন্সের অধ্যাপক জেফ ক্রিচমার বলেছেন, মানুষের ব্রেনের মতোই রোবটের ব্রেন তৈরির জন্য কাজ করে যাচ্ছেন তারা। এর মূলমন্ত্র হচ্ছে নিউরোবায়োলজিক্যাল রোবটিকস। এ জন্য গবেষকেরা একটি ইউনিক মানবীয় বা প্রাণীজ সক্ষমতা খুঁজছেন। যাকে কপি করা হবে ও সফটওয়ার বানানো হবে। তারপর রোবটের জন্য তার রেপ্লিকা তৈরি করা হবে। ক্রিচমার বর্তমানে খালি জায়গায় ভীত- এমন মানুষের মতো রোবট নিয়ে কাজ করছেন। তার গবেষকদল বর্তমানে খাঁচায় প্রাণবন্ত ইঁদুরের মতো রোবট নিয়ে কাজ করছে। তাছাড়া রোডেন্ট মডেলের রোবট নিয়ে কাজ করছেন যা আনন্দ ও ভালো থাকার অনুভূতি দুইটির হরমোন ব্রেন সমৃদ্ধ। ক্রিচমার বলেছেন, বর্তমানে তারা ব্রেনের গাণিতিক মডেল নিয়ে কাজ করছেন। একে সফটওয়ারে রাখা হলে তা রোবটের জন্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। তাদের গবেষণার ফলাফল সম্প্রতি হংকংয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোবোটিকস অ্যান্ড অটোমেশন-এ দেখানো হয়েছে।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ