চালকবিহীন গাড়ি বানাচ্ছে গুগল

Handout photo of the Google self-driven car in Las Vegasরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চালকবিহীন গাড়ি বানানোর উদ্যোগ নিচ্ছে গুগল। অন্যদের বানানো গাড়িকে চালকবিহীন প্রযুক্তিতে রূপান্তর প্রক্রিয়া বাদ দিয়ে নিজেরাই তা তৈরির কথা ভাবছে প্রযুক্তি জায়ান্ট গুগল। গাড়িটিতে স্টপ ও গো বাটন থাকবে। এছাড়া কন্ট্রোল, স্টিয়ারিং হুইল ও প্যাডেল থাকবে না। গাড়িটি দেখতে অনেকটা কার্টুনের মতো। এতে সামনে পুরনো বনেট থাকছে না। এছাড়া চাকাগুলো নিয়ে নেওয়া হয়েছে একপাশে। গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন ক্যালিফোর্নিয়ায় এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত গুগলের পরিকল্পনার বিষয়টি প্রকাশ করেছেন। গুগলের সেলফ ড্রাইভিং প্রকল্পের পরিচালক ক্রিস আর্মসন বলেন, এ ধরনের গাড়ি নিয়ে আমরা সত্যিকার অর্থেই শিহরিত। এর মাধ্যমে আমরা স্বচালিত প্রযুক্তির সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, চালকবিহীন এ গাড়িতে বিদ্যুৎশক্তি রূপান্তর করার মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করার সক্ষমতা থাকবে। বর্তমানে গবেষকেরা চালকবিহীন গাড়িটির নিজের দিকের অংশের শক্তিমত্তা ও অবস্থা পর্যবেক্ষণ করে দেখছেন। তারা বিশ্বাস করেন, চালকবিহীন এ গাড়ি ট্রাফিক ও নাগরিক জীবনে যান্ত্রিকতা ও বিশৃঙ্খলা এড়াতে পারবে। কারণ ড্রাইভিং না করে দীর্ঘপথ পাড়ি দিতে চায় মানুষ। প্রাথমিকভাবে প্রোটো মডেলের একশটি চালকবিহীন গাড়ি তৈরি করা হবে বলে জানিয়েছে গুগল।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ