বুধবার সারাদেশে ১৮ দলের হরতাল

indexএবিসি নিউজ বিডি, ঢাকা : বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই হরতাল দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার আদালতে হাজির হলে তাকে জেলা হাজতে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বৈঠকে।

এর আগে খালেদা জিয়ার সভাপতিত্বে জোটের বৈঠকে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রেদোয়ান উল্লাহ শাহেদী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, ইসলামীক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মবিন, পিপলস লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট গরীব নেওয়াজ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বিজেপির চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্য আশিকুর রহমান শান, মুসলীম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মুফতি ওয়াক্কাস।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ