হেফাজতের হরতাল সমর্থন দেবে ১৮ দল

imazges

হেফাজতে ইসলাম আগামী রোববার থেকে হরতাল দিলে সমর্থন দেবে ১৮ দলীয় জোট। এজন্য প্রয়োজেনে ১০ এপ্রিলের সমাবেশও পিছিয়ে দেবে তারা। তবে ১০ এপ্রিলের সমাবেশ সফল করার সব প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখবে সরকার বিরোধী এই জোট।

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হওয়া এ বৈঠক রাত ৯টার দিকে শেষ হয়।

ওই বৈঠকে হেফাজতে ইসলামের লংমার্চ ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিয়েও আলোচনা হয়।

বৈঠকে আরো অংশ নেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি মওলানা আবদুল হালিম, এলডিপির রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বিজেপির প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, কল্যাণ পার্টির আবদুল মালেক চৌধুরী, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূইয়া, মুসলিম লীগের আতিকুল ইসলাম, ইসলামিক পার্টির আবদুর রশীদ প্রধান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির আলমগীর মজুমদার, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি ওয়াক্কাস, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, ন্যাপ ভাসানীর হাসরত খান ভাসানী।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ