তৃতীয় খেলাতে বৃষ্টির বাধা :রাজ্জাকের ২০০ উইকেট

Abdur Razzak, Kumar Sangakkara

বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছিল। তৃতীয় ম্যাচেও পাল্লেকেলেতে হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে এখন খেলা বন্ধ আছে।

বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত ১৩ ওভার ৪ বলে ১ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

৩৮ বলে ২৯ রান করে সেনানায়েকের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল।

৩৭ রানে অপরাজিত আছেন আনামুল হক। তার সঙ্গী জহুরুল ইসলাম এখনও হিসেবের খাতা খুলতে পারেননি।

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ৩০৩ রানে লক্ষ্যমাত্রা বেঁধে দেয় স্বাগতিক শ্রীলঙ্কা।

সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন তিলেকারত্নে দিলশান। ১২৫ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লঙ্কান এই ডানহাতি ব্যাটসম্যান।

ওপেনিংয়ে কুশাল পেরেরার সঙ্গে ১১৬ রানের পর কুমার সাঙ্গাকারাকে নিয়ে ৮৭ রানের আরেকটি শক্ত জুটি গড়েন দিলশান। ডানহাতি এ ব্যাটসম্যানের ব্যাটেই শেষ পর্যন্ত ৯ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৩০২ রান।

মাহমুদউল্লাহর বলে নাসির হোসেনের হাতে ধরা পড়ার আগে পেরেরা করেন ৫৬ রান। ৬৬ বলে পাঁচ চার ও এক ছয় রয়েছে তার ইনিংসে। ৪৯ বলে পাঁচটি বাউন্ডারিতে ৪৮ রানে এনামুল হকের কাছে ক্যাচ তুলে দেন সাঙ্গাকারা।

সিরিজের দ্বিতীয় শতক হাঁকাতে দিলশান খেলেন ১১০ বল। ১২টি চারের মার রয়েছে তার  ইনিংসে। এর আগে রাজ্জাকের দ্বিতীয় শিকার হন থিসারা পেরেরা (৪)।

দিলশান শতক গড়ে এক প্রান্ত আগলে রাখলেও টানা তিন ওভারে অ্যাঞ্জেলো ম্যাথুস (৬), জীবন মেন্ডিস (৫) ও দিনেশ চান্দিমালকে (০) হারায় স্বাগতিকরা। লঙ্কান অধিনায়ককে তৃতীয় শিকার বানান রাজ্জাক।

১২৮ বলে ১২টি বাউন্ডারিতে ১২৫ রানের ইনিংস খেলে শাহাদাতের বলে মিডউইকেটে নাসিরের তালুবন্দি হন দিলশান। শেষ ওভারে রাজ্জাক পরপর সাজঘরে ফেরান নুয়ান কুলাসেকেরা (১১), সচিত্র সেনানায়েককে। লাহিরু থিরিমান্নে ২৫ ও লাসিথ মালিঙ্গা ৫ রানে অপরাজিত ছিলেন।

টাইগারদের পক্ষে ৬২ রান খরচে সর্বোচ্চ ৫ উইকেট নেন আবদুর রাজ্জাক। এছাড়া ১টি করে নেন মাহমুদউল্লাহ, শাহাদাত, জিয়াউর ও গাজী।

শ্রীলঙ্কার বিপক্ষে এখনও কোনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলে অন্তত সিরিজ ড্র করতে পারবে টাইগাররা।

তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

 

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ