সাইবার হামলায় ইন্টারনেটের মন্থরতা

Internet-Explorer-8-Beta

বিশ্বজুড়ে এখন ধীরগতিতে চলছে ইন্টারনেট। দুটি পক্ষের মধ্যে সাইবার হামলা-পাল্টা হামলার জেরেই এমনটি হচ্ছে। বিবিসির খবরে এ ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়।

লন্ডন ও জেনেভা ভিত্তিক স্পাম গ্রুপ ‘স্পামহাউস’ এবং ডাচ ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান ‘সাইবারবাঙ্কার’-এর মধ্যকার বিরোধ থেকেই এ হামলার সূত্রপাত। ই-মেইলের ম্পাম ও অপ্রয়োজনীয় কনটেন্ট পরিশোধন সেবার কাজ করে স্মামহাউস।

খবরে বলা হয়, বিরোধের এক পর্যায়ে সাইবারবাঙ্কারের সার্ভার ব্লক করে স্পামহাউস। এরপরই গ্রুপটির বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ তুলে পাল্টা ব্যবস্থা নেয় সাইবারবাঙ্কার। ইউরোপের বড় কয়েকটি সাইবার চক্রকে সঙ্গে নিয়ে স্পামহাউসের ওপর হামলা করে সাইবারবাঙ্কার।

এর ফলে ইন্টারনেট ভিত্তিক গুরুত্বপূর্ণ সেবার কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ইন্টারনেটের গতি ধীর হয়ে যায়।

 

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ