বিডিআর বিদ্রোহের বিচার প্রশ্নবিদ্ধ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  বিডিআর বিদ্রোহের বিচার এখনও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব:) মাহবুবুর রহমান।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ২৫ ফেব্রেুয়ারিকে  সরকারিভাবে জাতীয় শোক দিবস পালনের দাবিতে  এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ  মন্তব্য করেন।

বিডিআরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার সম্পর্কে কথা বলতে গিয়ে মাহবুবুর রহমান বলেন, আজকে সেনা পরিবার ও জনগণের মনে প্রশ্ন , যে বিচার হলো সেটা কতটা সঠিক বিচার করা হলো।  অনতিবিলম্বে  এই হত্যার  মূল খলনায়ককে বিচারের আওতায় আনতে হবে।

মাহবুবুর বলেন, বিডিআরের দুইশত বছরের একটি ইতিহাস আছে কিন্তু বিজিবির কোনো ইতিহাস নেই। ফেব্রেুয়ারি মাসের সবচেয়ে কলঙ্কিত দিন ২৫ ও ২৬ তারিখ।তিনি বলেন, আজকে সবার মনে প্রশ্ন এত বড় হত্যার পেছনে কাদের উৎসাহ ও প্রেরণা রয়েছে। তাদের অবশ্যই খুঁজে বের করতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ বলেন, বিডিআর বিদ্রোহের এই দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা উচিত ছিল। তা না করে সরকার তার নিজের পরিবারের শোক দিবস পালন নিয়ে ব্যস্ত।

বিডিআর বিদ্রোহের ঘটনার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, সেনাদের মধ্যে কোনো বিদ্রোহ হলে তা দমানোর জন্য প্রত্যেক সেনা অফিসারের উপর দায়িত্ব বর্তায়, কারো কমান্ডের অপেক্ষায় থাকতে হয় না। কিন্তু সেই দিন কেন বিদ্রোহ দমানোর জন্য সরকারের অনুমতির অপেক্ষা করা হয়েছে সেটাও প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে।

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইব্ররাহিমের সভাপতিত্বে শোক সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব:) এম. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, সাবেক এমপি গোলাম মাওলা রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকুমল বড়ুয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ