পীরগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী এগিয়ে

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রংপুরঃ  জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। ১০৬ কেন্দ্রের মধ্যে ঘোষিত ৬১ কেন্দ্রে ৫৩ হাজার ১২ ভোট পেয়ে বিএনপি সমর্থিত প্রার্থী নুর মোহাম্মদ এগিয়ে রয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম ছায়াদত হোসেন ৪০ হাজার ৫৮৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। নিরবিচ্ছিন্নভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস-চেয়ারম্যান পদে পুরুষ ৮ জন এবং ৪ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পীরগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩০ হাজার ১৫৩ ও নারী এক লাখ ৩২ হাজার ৫৮২ জন। মোট ভোট কেন্দ্র ১০৬টি।

নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে র‌্যাব-পুলিশ ও বিজিবি’র পাশাপাশি ৮ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ