সাংবাদিক শফিকুল কবিরের দাফন সম্পন্ন

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশিষ্ট সাংবাদিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল কবিরের দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাত সোয়া দশটার দিকে নারায়নগঞ্জের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় ডিআরইউ’র সেগুনবাগিচাস্থ কার্যালয়ে শফিকুল কবিরের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদসহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ জানাযায় অংশগ্রহন করেন। শফিকুল কবির রোববার দুপুর দু’টায় হ্রদ রোগে আক্রান্ত হয়ে তার জুরাইনের বাসায় মৃত্যু বরণ করেণ। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

বর্ণাঢ্য কারিয়ারের অধিকারী শফিকুল কবির ১৯৬০ এর দশকে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া ও শহীদ সিরাজ উদ্দিন হোসেনের তত্ত্বাবধানে সাংবাদিকতা শুরু করেন। ‘নোনতা খান’ নামে তার লেখাগুলো দারুণভাবে পাঠক সমাদৃত হয়। তিনি দৈনিক ইত্তেফাকের সাবেক প্রধান প্রতিবেদক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ