উদীচী কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা-অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ ডিসেম্বর) : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত এ সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
উদীচীর ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক কংকন নাগ খবরের কাগজকে শুক্রবার রাত ৮টার দিকে বলেন, ‘আধা ঘণ্টা আগে অফিসে আগুন দিয়েছে একদল লোক। তখন অফিসে কেউ ছিল না। আমরা সবাই কার্যালয়ের দিকে যাচ্ছি।’
রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন, বলে জানান ঘটনাস্থলে থাকা উদীচীর কর্মীরা।
মনোয়ারুল হক/
