শ্রীপুরে হাদি হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (১৯ ডিসেম্বর) : ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মাগুরা জেলার শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক রায়হান রিংকুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর থানা গেইটে গিয়ে শেষ হয়।

মিছিলে কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখতে গিয়ে কলেজ ছাত্রদল নেতা রায়হান রিংকু প্রশাসনের উদ্দেশে বলেন, “সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমার ভাই শরিফ ওসমান হাদি হত্যার মূল রহস্য উদঘাটন করতে হবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।

মনোয়ারুল হক/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ