লড়াকু যোদ্ধা ওসমান হাদি ফিরলেন লাল-সবুজ কফিনে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), আলোকিত সময়, (১৯ ডিসেম্বর) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদির মরদেহ লাল-সবুজে মোড়ানো কফিনে দেশে ফিরেছে। সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তাঁর মরদেহ বহন করা হয়।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নিয়মিত ফ্লাইটের মাধ্যমেই হাদির মরদেহ দেশে আনা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়ার কথা জানানো হয়। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, বিমানবন্দর থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে শহিদ হাদিকে গ্রহণ করার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হাদি টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে যান।

জুলাই গণঅভ্যুত্থানের এই লড়াকু যোদ্ধার মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সিঙ্গাপুরে হাদির মৃত্যুর খবর পাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। তিনি বলেন, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে।

পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফনের স্থান সম্পর্কে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

হাদির মৃত্যুর পর বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দেন। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও তাঁর মৃত্যুতে গভীর শোক জানায়।

এনসিপি স্বাস্থ্য সেলের প্রধান এবং হাদির চিকিৎসায় সরাসরি যুক্ত চিকিৎসক ডা. আহাদ এক ভিডিও বার্তায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে হাদির মৃত্যুর খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে নির্বাচনী প্রচারণাকালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলার ঘটনায় দুজনকে শনাক্ত করা হয়েছে। দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার পরপরই অভিযুক্তরা সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ