ছায়ানটে হামলা গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থি: সংস্কৃতি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৯ ডিসেম্বর) : সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলার ঘটনা কেবল একটি ফৌজদারি অপরাধ নয় বরং এ ঘটনাকে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সংস্কৃতি উপদেষ্টা এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক শরীফ ওসমান হাদির শহিদি মৃত্যুতে জাতী আজ শোকার্ত। এ জাতীয় শোকের মুহূর্তে এক শ্রেণির হঠকারী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা চালিয়ে ক্ষয়-ক্ষতি সাধন করেছে। মৃত্যুঞ্জয়ী হদির মৃত্যুতে কোনো সাংস্কৃতিক সংগঠনে হামলা কেবল একটি ফৌজদারি অপরাধই নয় এটি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনারও পরিপন্থি।’

মোস্তফা সরয়ার ফারুকী জানান, এ নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ছায়ানট ভবনে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করে এ বিষয়ে যা যা করণীয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ছায়ানট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সেটা করবে। গণতান্ত্রিক রূপান্তরের এ সময়ে সব হঠকারিতার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফারুকী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ